কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়ন পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ ই জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার খাদিজা আক্তার।
এতে বিদ্যালয় প্রধান শিক্ষক মু: মুর্শিদ মিঞা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তেভাগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, বিদ্যালয় ভারপ্রাপ্ত শিক্ষক শাহনাজ পারভিন, ইউপি সদস্য জাকির হোসেন,
রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের প্রবাসক মনিরুল হোসেন, হোমনা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. তপন মিয়া সরকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ" ভবিষ্যৎ প্রজন্মকে সামনে এগিয়ে নিতে হলে মায়েদের প্রতি আরো সচেতন হতে হবে। মায়েরা আপনাদের মায়ের আদর দিয়ে পড়ার প্রতি মনোযোগী করাতে হবে। আরো বলেন, এই স্কুলের প্রতিটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় হতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চায় মেধার বিকাশ ঘটে। এছাড় জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতি তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়ালিকা উৎসব পালন করে।