× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় আগুনে ১১ টি ঘর পুড়ে ছাই, ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

নাটোরের সিংড়ায় অগ্নিকান্ডে মমতাজ আলীর  ১১ ছেলের ১১ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।  এতে প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০ টায় সবাই ঘুমিয়ে পড়ে, হঠাৎ রাত দেড় টার দিকে আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়লে চিৎকারে সবাই বের হয়ে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা বাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত কৃষক ও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জালাল উদ্দীন জানান, তারা যৌথ ভাবে সবাই বসবাস করে আসছেন। তারা ১১ ভাই আঃ জালাল মহুরী,  শহিদুল ইসলাম, মোশারফ হোসেন, মহিদুল ইসলাম, আঃ ছালাম, বেলাল হোসেন, আলমগীর, সিরাজুল, ইউসুফ, এনামুল, আঃ হান্নান। সবার ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। অপর ভাই এর আংশিক ক্ষতি হয়। বাড়ির নগদ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা, ৬ টি ফ্রিজ, ২০০ মন ধান পুড়ে ছাই হয়ে গেছে। 

উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন,  বিষয়টি জানার পর দ্রুত ঐ পরিবারকে শুকনো খাবার, শীতবস্ত্র পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি ভাবে আর্থিক সহায়তা দেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.