× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে সেবা প্রার্থীরা

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।

২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভোলার চরফ্যাসন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদটি এক মাসের বেশি সময় ধরে শূন্য থাকায় নামজারিসহ নানা কাজে ভোগান্তিতে পড়েছেন ভূমি সেবা প্রার্থীরা। উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার নামজারি ও জমাখারিজসহ ভূমিসংক্রান্ত নানা কাজে ধীরগতি দেখা দিয়েছে। তবে এই ভোগান্তি নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে চরফ্যাসনে এসিল্যান্ড নিয়োগের আশ্বাস জেলা প্রশাসকের। 

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. আবুল হাছনাত বদলি হয়ে অন্যত্র চলে যান। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঐ পদে কার্যক্রম পরিচালনা করছেন। 

উপজেলার নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা ইঞ্জিনিয়ার শিবলু রহমান নোমান জানান, প্রায় ২ মাস আগে নামজারি জমা খারিজের আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত জমির নামজারি জমা খারিজ হয়নি। কবে নাগাদ জমা খারিজ হবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না অফিসের কেউ।

হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মো: রাকিব জানান, এসিল্যান্ড না থাকায় প্রায় দুই মাসের অধিক সময় ধরে নামজারি করতে এসে বারবার ফিরে যাচ্ছি। দায়িত্বে থাকা ইউএনও কেও ঠিক মত পাওয়া যায় না। সেবা নিতে এসে আমার মতো অনেকেই এখন বেকায়দায় পড়েছেন।

দলিল লেখক শামসুল আলম লালু পাটোয়ারী জানান, ডিসেম্বর মাসের পুরো সময়টা ধরে ভূমি মন্ত্রণালয়ের সার্ভার বন্ধ থাকায় নামজারিসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত ছিল সাধারণ মানুষ। এছাড়াও বর্তমানে চরফ্যাসনে এসিল্যান্ড না থাকায় নামজারি করতে হিমশিম খেতে হচ্ছে। ফলে সঠিক সময়ের মধ্যে সেবা গ্রহীতারা নামজারি করতে না পারায় দলিল রেজিস্ট্রি করতে পারছেন না।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, নিজ দায়িত্বের পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্বে রয়েছি। তাই পূর্ণ সময় দেয়া সম্ভব হয় না। ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান,সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে চরফ্যাসনে এসিল্যান্ড নিয়োগ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.