× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিমলায় মাদকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

নীলফামারীর ডিমলায় সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে আসা মাদক,গরুর চালান বন্ধ,জড়িতদের গ্রেপ্তার, হত্যার হুমকি ও হামলাকারিদের বিচারের দাবিতে ব্লকেড কর্মসুচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

গত (২২ জানুয়ারি)উপজেলা সদরের শঠিবাড়ি মোড়ের প্রধান সড়কে বিকেল তিনটা থেকে প্রায় তিন ঘন্টা ব্যাপী এই কর্মসুচি পালনে উপজেলায় সকল যানবাহন চলাচল বন্ধ ছিল। কর্মসূচিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া ও ডিমলা থানা পুলিশ উপস্থিত হয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্মসূচি সাময়িক বন্ধ রাখেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, ভারতীয় সীমান্ত দিয়ে চোরাচালানের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের হাতে হামলার শিকার হন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রেজাউল করিম নামে এক শিক্ষার্থী।রেজাউল করিম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা ঘাটের পাড় গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

এঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন তিনি। মামলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অবৈধ ভারতীয় গরু চোরাকারবারি পিয়ারুল ইসলাম, নুর আলম, নুর ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।সে মামলায় মূলহোতাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণের আগেই তারা আদালতে জামিনে মুক্তি পায়।

মামলার বাদী ও ভুক্তভোগী রেজাউল করিম বলেন, আমরা শিক্ষার্থীরা মিলে নীলফামারীতে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি। স্বৈরাচার পতনের পর এলাকায় ফিরে দেখি ভারতীয় সীমান্ত দিয়ে চোরাকারবারি ও মাদক ব্যবসার বিস্তার ঘটছে। বিষয়টি বালাপাড়া বিজিবি কমান্ডারকে জানানোর পরও কোনো প্রতিকার না পেয়ে গত ১৯ জানুয়ারি ফেসবুকে একটি পোস্ট দেই।

পোস্টে উল্লেখ করি(১৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে পশ্চিম ছাতনাই এলাকায় ভারত থেকে অবৈধ গরু ও মাদক আনার সময় চোরাকারবারিদের লক্ষ্য করে ভারতীয় বিএসএফ গুলি চালায়। এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই ঘটনায় মাদক ব্যবসায়ীদের রোষানলে পড়ার মূল কারণ বলে তিনি মনে করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ জানান, পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ বাজারে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারির সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের দাবি জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ডিমলা উপজেলায় মাদকের মূলহোতা গ্রেপ্তারের পূর্বেই জামিনে মুক্তি পাওয়ায় মাদকবিরোধী কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে।

এছাড়া মাদকের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নেওয়া ছাত্র প্রতিনিধি ও আন্দোলনকারীদের ওপর হামলা এবং হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে জোড়ালো দাবি জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.