× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি রফিক সরকার ও সাধারণ সম্পাদক সেলিম

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি।

২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  সভাপতি পদে অ্যাডঃ রফিক সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ  রফিকুল ইসলাম  সেলিম সহ বিএনপি-জামায়াত সমর্থক পূর্ণপ্যানেল জয়ী। 

বুধবার (২২ জানুয়ারী) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী  প্রার্থী না থাকায় বিএনপি ও জামায়াতপন্থী একক প্যানেলকে বিজয়ী ঘোষনা করা হয় বলে জানান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট  কায়ছার আহমেদ লিটন। এনির্বাচন নিয়ে আওয়ামীপন্থী আইনজীবীরা অংশ গ্রহণ করেনি।
 
সিরাজগঞ্জ জেলা  আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও নির্বাচন কমিশনার অ্যাডঃ কায়ছার আহমেদ লিটন জানান, ৩১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। ৩০ জানুয়ারী এ নির্বাচন হওয়ার কথা ছিল। তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে ৩টি পদ ছাড়া বাকি ১৪টি পদে একটি করে মনোনয়নপত্র দাখিল হয়।

২২ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সভাপতি পদে অ্যাডঃ কামরুজ্জামান কামাল (জাপা), সাধারণ সম্পাদক পদ অ্যাডঃ আব্দুল হামিদ (বিএনপি) ও অ্যাডঃ আমিনুল ইসলাম (আওয়ামীলীগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডঃ মুজাহিদ বিন রহমান মিঠুন (জাপা) মনোনয়পত্র প্রত্যাহার করে নেন।

এ অবস্থায় ১৭টি পদে সবাই একক প্রার্থী হওয়ায় অ্যাডঃ শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার (বিএনপি) ও অ্যাডঃ রফিকুল ইসলাম সেলিম (জামায়াত) সমর্থিত রফিক-সেলিম একক প্যানেলকে বিজয়ী ঘোষনা করা হয়েছে।  ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ১২টিতে বিএনপি এবং সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জামায়াত সমর্থক আইনজীবীরা বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.