× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থীর মাঝে কাওছার হায়দরী- জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তি প্রদান

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩ পিএম । আপডেটঃ ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ২০ জন শিক্ষার্থীদের মাঝে কাওছার হায়দরী- জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।  আজ (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয় মিলনায়তনে ২০ জন শিক্ষার্থীদের মাঝে মোট ৭০ হাজার টাকা প্রদান করা হয়।

শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃত্তি প্রদান করেন কাওছার হায়দরী-জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তি ফান্ডের সভাপতি সাবেক পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান ময়নু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,এখলাছ আহমদ হায়দরী। 

প্রধান অতিথি কাওছার আহমদ হায়দরী বলেন, তার ছেলে আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে। তার পরামর্শে কাওছার- জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তি ফান্ড গঠন করা হয়।
আজ একটি মাদ্রাসার ১০ জন দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে  ও এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের মাসিক ফি ও আনুষঙ্গিক ব্যয় হিসাব করে বৃত্তির এ টাকা প্রদান করা হয়। তিনি আরও বলেন, আগামীতে আর বড় আকারে শিক্ষা বৃত্তি প্রদান করার ভাবনা রয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.