টাঙ্গাইলের ভূঞাপুরে চোলাই মদ রেখে পালিয়ে যাওয়া নারী ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চিতুলিয়াপাড়া জামে মসজিদের সামনে থেকে ৩০ লিটার বাংলা চোলাই মদসহ অটোরিকশা স্থানীয় জনতা আটক করে। তাৎক্ষণিক ভাবে পালিয়ে যায় ব্যবসায়ী আনোয়ার ও তার স্ত্রী খালেদা। ওইদিন রাতেই অভিযান চালিয়ে উপজেলার মাটিকাটা নামক স্থান থেকে খালেদা কে আটক করে পুলিশ। তার স্বামী আনোয়ার হোসেন এখনো পলাতক রয়েছে।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, ৩০ লিটার (১০ প্যাকেট) বাংলা চোলাইমদ ফেলে মদ ব্যবসায়ী পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদ উদ্ধার করে। পরে ওই রাতেই অভিযান চালিয়ে ব্যবসায়ী খালেদাকে উপজেলার মাটিকাটা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আসামীকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।