× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সভাপতি আহমাদ ফরিদ, সম্পাদক মুশফিকুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি।

২৫ জানুয়ারি ২০২৫, ১৬:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি পূর্ণগঠন করা হয়েছে। এতে বিডিচ্যানেল ফোর এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদকে সভাপতি ও বণিক বার্র্র্র্তা পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসএম মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে।

শনিবার ২৫ জানুয়ারি দুপুর ১২টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংগঠনের অন্যান্য সদস্যের উপস্থিতিতে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠানে ২৭ সদস্যের একটি কমিটি পূণর্গঠন করা হয়।

এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি মিনহাজ কোরায়শী ছোটন, সহ-সভাপতি যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি মো: আশরাফ আলী ও দৈনিক আজকের সারাদিন এর নির্বাহী সম্পাদক জাভেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মো: ইমরান হোসেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আল-আমিন, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান, সহ সাংগঠনিক সম্পাদক সঞ্জিত শীল, দপ্তর সম্পাদক আতাউল হাসান দিনার, অর্থ সম্পাদক মাহবুব আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাদেক আহমেদ, ক্রীড়া সম্পাদক, মো: রিফাত ইসলাম, মহিলা সম্পাদক মাহফুজা পলক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো: রুবেল, তথ্য ও গবেশনা সম্পাদক মো: রফিকুল ইসলাম আরমান, আইন সম্পাদক এ্যাড এবি সিদ্দিক, ধর্ম বিষয়ক সম্পাদক সানজিদুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: ইমন, সমাজ সেবা সম্পাদক দেলোয়ার হোসেন নানক।

সদস্যদের মধ্যে রয়েছে আশরাফুল ইসলাম তুষার, শাহরিয়ার সুলতান প্রিন্স, কাইসার হামিদ, জাহিদুল ইসলাম, মশিউর রহমান, মো: ফেরদৌস, আহমেদ রিফাত সীজান, কাজল এলাহি সজিব প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমাদের এই সংগঠন বিগত দিনে সুনাম অর্জন করে আসছে।

ভবিষ্যতেও আমরা যাতে সুনামের সহিত সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং একটি সাংবাদিক বান্ধব সংগঠন গড়ে তুলতে পারি সে জন্য যারযার জায়গা থেকে কাজ করতে হবে। তাহলেই আমরা দেশের উন্নয়ন, অন্যায় অবিচার, দুর্নীতি থেকে দেশকে বাঁচাতে পারব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.