দূর থেকে দেখলে মনে হবে বিক্রি হচ্ছে কদমা। দাড়ি পাল্লা দেখে আপনার ধারনা পাকাপোক্ত হবে আরও। হাতে নিলে ভ্রু কুঁচকে কপালে উঠবে। মনে মনে বলবেন এত ভারী কেন? এত কদমা না পাথর।
ময়মনসিংহ শহরে ফল বিক্রি প্লাস্টিকের বড় ঝুড়ি ভর্তি সাদা রঙের কদমা আকৃতির সাদা পাথর বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। অনেকে ফুলদানী ও একুরিয়ামে সাজিয়ে রাখেন। অনেকে রাখেন শোপিসে।
সিলেটের ভোলাগঞ্জের পাথরগুলো মেশিনে কেটে তা ফিনিং দেয়ার পর দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়ে থাকে বলে জানান পাথর বিক্রেতা আরিফ হোসেন. তিনি জানান, ৬০/৭০ টাকা কেজি হিসাবে প্রতিদিন সে ৭০/৮০ কেজির মত পাথর বিক্রি করে থাকেন। সে পাাইকারীভাবেও বিভিন্ন দোকানে পাথর বিক্রি করে থাকেন।
ফারুক নামের পাথর ক্রেতা জানান, আমি মনে করেছিলাম এটা কদমা। হাতে নিয়ে দেখি পাথর। আধা কেজি ৩০ টাকা দিয়ে নিয়ে গেলাম। ঘরে সাজিয়ে রাখবো। আমাদের এলাকায় সাদা পাথর নেই। ছোট ছোট শিশুরা পাথরগুলো নিয়ে খেলতে পারবে।