বরিশাল বিশ্ববিদ্যালয়ে আটককৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নেয়ায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।
আজ শনিবার দুপুর ১২.৩০ মিনিটে ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে সাধারন শিক্ষার্থীরা। পরে নিষিদ্ধ সংগঠনের সেই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সাথে সিকিউরিটি গার্ডের নিরাপত্তা কক্ষে দেড়ঘন্টা ধরে আটকিয়ে রাখা হয়।
এরপর তার সহপাঠী নামে পরিচিত বিগত সময়ে ফ্যাসিষ্ট সরকারের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রলীগ কর্মী নিরাপত্তা কক্ষের দরজা ভেঙে আটককৃত ওই ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিয়ে যায়৷ পরে তারা তাকে নিয়ে বিজয় মিছিল করে।
জানা যায়, আটককৃত ওই ছাত্রলীগ কর্মীর নাম শাহরিয়ার সান। আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাই বিপ্লবের আন্দোলনে ছাত্রলীগের হয়ে সাধারন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকেসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে বিগত দিনে জড়িত থাকার অভিযোগ করে শিক্ষার্থীরা।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. মোশাররফ হোসেন বলেন, বিগত দিনে ছাত্রলীগের হয়ে যারা সাধারন শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন দৃশ্যমান ব্যবস্থা গ্রহন করেনি। যার ফলে তারা গতকাল (শুক্রবার) আবার সাধারন শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে দরজা ভেঙে তাদের কর্মীকে ছাড়িয়ে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আ'লীগের দোষর ছাত্রলীগের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো।
রসায়ন বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, বিগত দিন থেকে ছাত্রলীগের সন্ত্রাসী নামে চিহ্নিত শাহরিয়ার সান। ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে রাস্ট্রীয় অবকাঠামো বিশ্ববিদ্যালয়ের ভবনের দরজার ভাংচুর করেছে। পূর্বেই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্ত কতৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। আমাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কোন সুনির্দিষ্ট ঘোষনা না দিলে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামবো।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, আমরা জানতে পেরেছি বিগত জুলাই বিপ্লব আন্দোলনে শিক্ষাথীদের উপর হালার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দরজা ভেঙে ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় আমরা প্রক্টোরিয়াল টিমকে দায়িত্ব দিয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।