রাজধানীর সর্ববৃহৎ পাইকারী কাপড়ের বাজার ইসলামপুর, ইসলামপুরে দীর্ঘ দিন সুনামের সাথে ব্যবসা বানিজ্য পরিচালনা করছেন ক্ল্যাসিক হোম বিডির মালিক রুকুনুজ্জামান, দীর্ঘ দিন ব্যবসা করার ফলে আব্দুল হাকিম নামে জনৈক ব্যবসায়ীর সাথে ব্যবসা সংক্রান্ত পরিচিত হয় ৷
বিগত দশ মাস পূর্বে ব্যবসায়িক কাজে বিনিয়োগের জন্য এবং বাজার থেকে কম দামে গ্রে-কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০ (বিশ) লক্ষ টাকা প্রতারক আব্দুল হাকিম(৪৫) রুকুনুজ্জামানের কাছ থেকে নেন, প্রতারক আব্দুল হাকিম অদ্যবধি বর্ণিত কাপড় টাকা কোনটাই ব্যবসায়ী রুকুনুজ্জামানকে ফেরত দেননি বলে গেন্ডারিয়া থানায় অভিযোগে উল্লেখ করেন, অভিযোগে রুকুনুজ্জামান টিপু আরো উল্লেখ করেন গত ১৫/০১/২৫ইং তারিখ বিকাল আনুমানিক সাড়ে তিন ঘটিকায় প্রতারক আব্দুল হাকিমের সাথে গেন্ডারিয়া থানাধীন সতীশ সরকার রোডস্থ গেন্ডারিয়া হাই স্কুলের সামনে পাকা রাস্তায় বিবাদীকে পাইলে বাদী টাকা ফেরত চায়, তখন বিবাদী প্রতারক আব্দুল হাকিম বাদীকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দমকি দিয়ে চলে যায় ৷
এই বিষয়ে ব্যবসায়ী রুকুনুজ্জামান বলেন আমার ব্যবসায়ী সরল মনের সাথে প্রতারক আব্দুল হাকিম বিশ্বাস ঘাতকতা করেছে, কাপড় দেওয়ার কথা বলে টাকা নিয়ে এখন সে টাকা ফেরত চাইলে উল্টো আমাকে হত্যার হুমকি দেয় ৷
প্রশাসনের কাছে আমি এই প্রতারকের বিচার চাই, এই অভিযোগের বিষয়ে গেন্ডারিয়া থানার এস আই মোঃ ছফি উল্লাহ বলেন, অভিযোগের বিষয়ে আমি তদন্ত করিতেছি, প্রমান সাপেক্ষে আব্দুল হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেব ৷ উল্লেখ যে প্রতারক আব্দুল হাকিম ইসলামপুরের আফজাল হোসেনের ছেলে ১০৯ দৌলত কমপ্লেক্স বসবাস করেন ৷