চলমান নতুন ভোটার তথ্য হালনাগাদে চট্টগ্রামের সাতকানিয়ায় নতুন ভোটার হতে আগ্রহীদের সুবিধার্থে ফ্রি তথ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। ফ্রি তথ্যসেবা কর্মসূচিতে ভোটার হতে আগ্রহীরা এসে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখান এবং যাদের অপূর্ণতা রয়েছে তা সুনির্দিষ্ট করে লিখে নিয়ে যান।ফ্রি তথ্যসেবা পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন নতুন ভোটার হতে আসা সাধারণ জনগণ।
৬নং ওয়ার্ডের ভোটার হালনাগাদের কর্মকর্তা মাষ্টার আবুল বশর জানান, অতীতে অনেক বছর ভোটার তথ্য হালনাগাদ কর্মসূচি পালন করেছি।কখনো কারো সহযোগিতা পাইনি।এবার আপনারা এগিয়ে আসায় আমাদের জন্য সহায়ক হয়েছে।আপনাদের এই কর্মসূচির জন্য ধন্যবাদ।
কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু তাহের বলেন, নতুন ভোটার হতে আসা সাধারণ জনগণ যাতে তথ্যসেবা পায় এবং কোন ধরনের হয়রানির শিকার না হয় সাধারণ জনগণের পাশে দাঁড়াতে এই কর্মসূচি।এই কর্মসূচি আরও ব্যাপক ও চলমান থাকবে।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের সভাপতি জোবাইর বিন জিহাদী,সেক্রেটারি আবু সৈয়দ,এসিস্ট্যান্ট সেক্রেটারি মিনহাজ উদ্দীন পারভেজ,অর্থ সম্পাদক মিজানুর রহমান,মানবসম্পদ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,তৌহিদুল ইসলাম প্রমুখ।