বাংলাদেশপন্থি রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের আয়োজন হবে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আরও বলেন, বাংলাদেশ বিরোধী এবং আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী’দের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
আজ (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর রামগঞ্জ সরকারি মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। মাহফুজ বলেন, ‘নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এ প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের যে দালালগুলো আছে তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করেই নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সেনা শাসন আসার কোনো সুযোগ নেই। আমরা কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা ছাত্র-জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই। আমরা নিজেদের রক্ত বিনিময়ে স্বাধীনতা এনেছি। আমরা কারো কাছে আর মাথানত করব না।
রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সুরাহ সদস্য আমিনুল ইসলাম মুকুল, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোওয়ারী, জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি জাকির হোসেন ও উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা প্রমুখ।
মাহফুজ আলম বলেন, বিএনপি ও জামায়াতসহ যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক, নারী, আলেম-ওলামা আছেন, তারা সবাই বাংলাদেশপন্থি। তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একটি পজিটিভ কম্পিটিশনের মধ্যে শাসন প্রতিষ্ঠা করবেন এবং বাংলাদেশে বৈষম্যহীন ইনসাফমূলক শাসন ব্যবস্থা কায়েম করবেন।