× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসার অভিভাবক নির্বাচন সম্পন্ন

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসার অভিভাবক নির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত অভিভাবক সদস্য নির্বাচিত হয়।

আজ (২৫ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণকালে ৯২৬ জন অভিভাবক সদস্য ভোটারের মধ্যে ৩০৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মাওলানা সোলাইমান ফারুকী ২১৪, মো. আবদুল মজিদ ২০৬, মো. সোলাইমান ১৪৬, মো. ফখরুদ্দীন ৭৭ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা ও শিক্ষা কর্মকর্তা ও উপজেলা দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.