× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

২৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. মোশাররফ হোসেন বলেছেন, যে দেশের কাস্টমস যত বেশি দক্ষ, সে দেশ বাণিজ্য প্রসারে তথা অর্থনৈতিক উন্নয়নে তত বেশি অগ্রসর। বর্তমান কাস্টমস ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার ও আধুনিকীকরণের ফলে কাজের মান ও পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে।  

আজ (২৬ জানুয়ারি) দুপুরে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ উপলক্ষে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এই সেমিনারের আয়োজন করে। এ বছর ‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি'—এই প্রতিপাদ্যে রংপুরে দিবসটি উদ্‌যাপিত হয়েছে।

পণ্যচালান প্রসঙ্গে অতিরিক্ত কর কমিশনার মো. মোশাররফ হোসেন বলেন, প্রতিটি কাস্টমস হাউজে পণ্যচালান খালাসোত্তর নিরীক্ষা ইউনিট চালু হওয়ায় আমদানিকৃত পণ্যের চালান পরীক্ষা ছাড়াই খালাস করা সম্ভব হচ্ছে। এতে একদিকে যেমন বন্দরের পণ্য জট কমছে, অন্যদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর হয়েছে। সরকার ই-এলসি, ই-এক্সপি ও ই-পেমেন্ট চালু করায় বাণিজ্যের প্রসার ঘটছে। এছাড়াও সাইবার সিকিউরিটি নিশ্চিতকল্পে দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তার অংশ হিসাবে ওটিপি ব্যবস্থা চালু করা হয়েছে।

শুল্ক কর পরিশোধ বিষয়ে তিনি বলেন, বর্তমান ইলেকট্রনিক পদ্ধতিতে ঘরে বসেই শুল্ক কর পরিশোধ করা যাচ্ছে, যা সময় ও খরচ হ্রাস পেয়েছে। তিনি দেশের ‍অর্থনীতির চাকা সচল রাখতে সংশ্লিষ্ট নাগরিকগণকে স্বতঃস্ফূর্তভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর অতিরিক্ত কমিশনার মো. জিয়াউর রহমান খান, রংপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. গোলাম জাকারিয়া পিন্টু প্রমুখ। সভাপতিত্ব করেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদ।

সেমিনারের শুরুতে উপ কর কমিশনার মো. হাবিবুর রহমান মূল প্রবন্ধে শুল্কায়ন ও পণ্য খালাস, আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, রাজস্ব আদায় ও অর্থনৈতিক সমৃদ্ধি, অটোমেশন প্রক্রিয়ায় ব্যাবসার ঝুঁকি প্রশমন, বাণিজ্য সহজিকরণ, ব্যাবসার খরচ ও সময় কামানো, আমদানি ও রপ্তানি কাজে গতিশীলতা আনয়ন প্রভৃতি বিষয় উপস্থাপন করেন।

এ বছর ‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি'—এই প্রতিপাদ্যে দিবসটি উদ্‌যাপিত হয়েছে। সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.