× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব রামপালের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।

২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব রামপাল'র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৈশম্য বিরোধী জুলাই বিপ্লবের পরে এই প্রথম সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়। জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের রূহের মাগফিরাত কামনা করা হয়। আহতদের সুস্থ্যতা কামনা করা হয়।

 প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা'র সভাপতিত্বে আজ (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও বিশিষ্ট ব্যাক্তিগণ কে প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে সম্মাাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা পরিষদের অডিটোরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম, বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় জামায়াতের ইসলামীর সূরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, রামপাল উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, বিশিষ্ট কবি ও গবেষক মো. মনিরুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, জামায়াতের ইসলামীর যুব বিভাগের সভাপতি মো, আসাদুজ্জামান, উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি মো. মোস্তফা কামাল।

স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা। অন্যান্যের আরো বক্তব্য দেন সহসভাপতি এ, এইচ নান্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক সুখময় ব্রহ্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো, হারুন শেখ, সদস্য মুর্শিদা পারভীন, সাধারণ সদস্য কবির আকবর পিন্টু, সরদার মহিদু্ল ইসলাম, মো. আব্দুল্লাহ শেখ।

আরো উপস্থিত ছিলেন চুলকাঠি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সেকেন্দার মোড়ল, সোবহান হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। ভালো সংবাদ একটি রাষ্ট্রকে সমৃদ্ধ করে। সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করতে পারে। আমরা সাংবাদিকদের কাছে সঠিক সংবাদ আশা করি। বিগত সময়ে কিছুু সাংবাদিকের লেজুড়বৃত্তি সাংবাদিকতা কোন কল্যান বয়ে আনে না। দেশের ক্রান্তিকালে কিছুু সাংবাদিক জীবন বাজি রেখে সংবাদ প্রকাশ করেছেন।

জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলন সফল হওয়ায় আজ আমরা এক প্লাটফর্মে  আসতে সক্ষম হয়েছি। সাংবাদিকেরা আগামীতে দেশ গঠনে অংশ নিবেন, দেশকে সমৃদ্ধ করবেন তেমনটাই প্রত্যাশা করেন এই নেতা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.