× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুগ্ধতা ছড়াচ্ছে সিংড়া বিএডিসি অফিসের ফুলের বাগান

মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি।

২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

মুগ্ধতা ছড়াচ্ছে নাটোরের সিংড়া বিএডিসি অফিসের ফুল বাগান অনেকেই শখের বসে বাড়ির আঙিনায় ও অফিসের সামনে ফুলের বাগান করে থাকেন। তবে সরকারি অফিস-আদালতে সুন্দর ফুলের বাগান সচরাচর চোঁখে পড়ে না। এদিকে সিংড়া বিএডিসি অফিসে প্রবেশ করতেই অফিসের সামনে ও দুপাশে চোখে পড়বে ফুলের বাগান। বসন্তের আগমনে বাগানজুড়ে ফুটে রয়েছে হরেক রকম ফুল। বিএডিসি অফিসের সৌন্দর্য বৃদ্ধি করে মুগ্ধতা ছড়াচ্ছে এ ফুল বাগান।

সরেজমিনে দেখা যায়, বাগানটিতে রয়েছে সূর্যমুখি, ইংকাগেন্ধা তিন কালার, কসমস, বাগানবিলাস, রজনীগন্ধা, গন্ধরাজ, বেলি, রঙগন, মিনি টগর, বড় টগর, কাটা মেহেদী, ডালিয়া, গাধা, গোলাপসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ।

বিএডিসি অফিস সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন যোগদানের পর থেকেই ফুল বাগান গড়ে তোলার মাধ্যমে অফিসের সৌন্দর্য বৃদ্ধি করেন। ফুল বাগানের মনোরম পরিবেশে মুগ্ধ হচ্ছেন অফিসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অবসর সময়ে আমাদের প্রকৌশলী তিনি বাগানের তত্ত্বাবধান করেন এবং ফুল গাছগুলোকে পরিচর্যায় ব্যস্ত থাকেন। প্রায় সময় কর্মকর্তা-কর্মচারীরা ফুলের বাগানের এ সৌন্দর্য উপভোগ করে থাকেন।  

বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন বলেন, ফুলের বাগান করতে আমার খুবই ভালো লাগে। অফিসের আঙিনার সামনে ও দুপাশে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করে অফিসের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করেছি। ফুলের মৌ মৌ গন্ধ সকলের কাছে মুগ্ধতা ছড়াচ্ছে। অফিসে আসা সকল সেবাপ্রার্থীরা ফুলের এ সৌন্দর্য উপভোগ করতে পারছে। আমি সময় পেলেই এ ফুল বাগানের পরিচর্যা করে থাকি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.