অটো চালক সাদ্দাম হোসেনের স্ত্রী দুই সন্তান নিয়ে ঢাকার অদূরে সাভার কাউনিয়া সুখের সংসার গড়ে তুলেন, সেই সংসারে স্যোশাল মিডিয়ার বদৌলতে হানা দেয় সৌদি প্রবাসী মানব পাচারের সাথে জরিত দালাল আনোয়ার হোসেন, আনোয়ারের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন, আব্দুর রশিদ ভুইয়ার ছেলে, আনোয়ার দুই নাম্বার বিয়ের কাবিন তৈরি করে সাদ্দামের স্ত্রীকে প্রলোভন দেখিয়ে সৌদিতে নিয়ে যায় বলে সূত্র জানায়, জানুয়ারি মাসের ১০তারিখ থেকে সাদ্দামের স্ত্রী দুই সন্তানের মা শারমিন আক্তারের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।
এই বিষয়ে সাদ্দাম হোসেন বাদী হয়ে সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, থানা পুলিশ নিয়ে অনেক খোঁজা খুজির পর স্ত্রীকে পাওয়া যায়নি বলে প্রতিবেদককে জানান সাদ্দাম হোসেন ৷ প্রতারক দালাল নারী পাচারকারী আনোয়ারকে ধরতে সাদ্দাম হোসেন সকলের সহযোগীতা কামনা করেন ৷ শারমীনের স্বামী সাদ্দাম হোসেন থাকার পরও দালাল আনোয়ার এই মহিলার সাথে সম্পর্ক করে, এই মহিলা ১ছেলে ১মেয়ে রয়েছে ছেলের নাম আলিফ বয়স ১২, মেয়ের নাম সারা বয়স ৭ বছর ৷ মা ছারা দুই সন্তান নিয়ে সাদ্দাম হোসেন বর্তমানে মানবেতর জীবন যাবন করছেন ৷
এই প্রতারককে আটক করতে পারলে অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন এলাকাবাসি । এই বিষয়ে প্রতিবেশিরা বলেন না জানি কতো মেয়ের জীবন এই প্রতারক নষ্টো করেছে। আমরা প্রশসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই প্রতারককে দ্রুত গ্রেফতার করে এই মেয়েকে উদ্বার করা হোক।