× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাফিক সপ্তাহের উদ্দেশ্য মানুষকে শাস্তি দেয়া নয়, বরং আইন সম্পর্কে সচেতন করা

মৌলভীবাজারে পুলিশ সুপার

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ উদ্বোধনকালে পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন বলেছেন, ট্রাফিক সপ্তাহের উদ্দেশ্য শুধু সড়কে জরিমানা কিংবা সাধারণ মানুষকে শাস্তি দেয়া নয়, বরং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা। প্রতিবছর ৬ হাজারেরও অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন উল্লেখ করে তিনি আরও বলেন, সড়কে হতাহতের মাত্রা কমানো এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষেই ট্রাফিক সপ্তাহের আয়োজন।

আজ (২৬ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে মৌলভীবাজার শহরের আদালত সড়কের ট্রাফিক অফিসের সামনে ট্রাফিক সাপ্তাহ উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।

জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া ট্রাফিক সাপ্তাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন) অনিল বিকাশ চাকমা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

এর আগে রবিবার সকালে ট্রাফিক অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে ফের ট্রাফিক অফিসের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পুলিশ সুপার সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.