মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক ইমদাদুল হক মিলনের পিতা আলহাজ ডাক্তার মোঃ সিরাজুল হক সরদারের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।
আজ (২৬ জানুয়ারী) সন্ধ্যায় কলেজ রোড এলাকার সংস্থার অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে সংস্থার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মাহবুবর রহমান বাদল, উপদেষ্টা এস.এম. আরাফাত হাসান, ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, সাবেক সেনা কর্মকর্তা পান্না হাওলাদার, ব্যবসায়ী নুরুজ্জামান মৃধা, শরীফ মোঃ খলিল, ওয়াহিদুজ্জামান, সুমন, শিক্ষার্থী সাহরিয়ার সায়েম সহ অন্যরা।
মিলনের পিতা আলহাজ¦ ডাক্তার মোঃ সিরাজুল হক সরদার অনেক যাবৎ হৃদরোগ সমস্যা ভুগছিলেন। আজ ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর সফলভাবে ওপেন হার্ট সার্জারী করা হয়েছে। তিনি দীর্ঘ ৫০ বছর যাবৎ এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এছাড়া তিনি ঝাউদি শেখ শহীদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা গত ৮ ডিসেম্বর থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারী দিবস পালনের পাশাপাশি সমাজে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ, সদস্যদের আপদ বিপদে পাশে দাড়ানো এবং সাংবাদিক ও পরিবারের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করা ছাড়াও অন্যায়ের প্রতিবাদে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে।