লক্ষ্মীপুরের কুশাখালীতে আবদুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে সেনা সদস্যের জমি দখলের অভিযোগ ওঠেছে। এঘটনায় ভুক্তভোগী সেনা সদস্য ও তার পরিবার আতঙ্কে রয়েছে। স্থানীয়রা বলছে, অভিযুক্ত আবদুর রহমান ভূমিদস্যু ও বিএনপি সমর্থিত। সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় এঘটনা ঘটে। সেনা সদস্যের পরিবারের জমি দখলের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অভিযুক্ত আবদুর রহমান, তার ছেলে শাহ আলম, নুর আলম, দিদার ও খোরশেদ একই এলাকার বাসিন্দা। তারা বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) সমর্থক বলে জানা গেছে।
ভুক্তভোগী সেনা সার্জেন্ট কফিল বলেন, প্রবাসে শান্তিরক্ষা মিশনে অবস্থান করায় স্থানীয় আবদুর রহমান ও তার সন্তানেরা জোর করে তার মালিকীয় ও দখলীয় জমি দখল করেছে। তারা বিভিন্নভাবে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে তার পরিবারকে হয়রাণি করার চেষ্টা করছে। এঘটনায় তিনি ন্যায় বিচার দাবি করেন।
অভিযুক্ত আবদুর রহমান বলেন, একসময় জমিটা তার ছিলো, সরকার পতনের পর তিনি জমি আবার দখল করেছেন বলে স্বীকার করেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এধরনের কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে আবদুর রহমান স্থানীয় শান্তিরহাট মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করলেও আবদুর রহমানকে ভূমিদস্যু আখ্যায়িত করে বিচার দাবি করেন এলাকার বাসিন্দারা।