× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতকানিয়ায় যুবলীগ নেতা সাইফুল গ্রেপ্তার

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

২৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি যুবলীগ নেতা মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পরে তাকে সাতকানিয়া থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের দক্ষিণ হিলমিলি এলাকার আমিন শরীফ এর ছেলে।

কবির হোসেন নামে একজন জানান, সাইফুলের অত‌্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসি। আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে সে এলাকায় চাঁদাবাজি, লুটপাট, মাদক কারবারসহ নানা অপরাধে লিপ্ত ছিল। তার দলবলের ভয়ে মানুষ মুখ খুলতে সাহস করেনি।

সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এলাকাবাসির কয়েকজন জানান, সে প্রায় সময় অস্ত্র নিয়ে চলাফেরা করতো। পুলিশ যদি তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে, তাহলে তার গ্রুপের অস্ত্রের সন্ধান মিলবে বলে তাদের বিশ্বাস।
সাতকানিয়া থানার তদন্ত ওসি মোঃ আঃ মুন্নাফ জানান, গতকাল কোতোয়ালি থানায় থানা আটক করা হয়।সাতকানিয়া থানায় সোপর্দ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.