তারুণ্যের উৎসব ও তরুণ প্রজন্মকে গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে চাঁদপুরের মতলব উত্তরে যুবউদ্যােক্তাদের প্রদর্শনী ও দিনব্যাপী পিঠা উৎসব মেলা।
মেলায় ৫টি স্টলে দর্জি মেলা, পিঠা উৎসব, হস্তশিল্প মেলা ও যুব মেলা অনুষ্ঠিত হয় ৷মেলায় বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষার্থীরা। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গনে ভিড় জমান বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৮ জানুয়ারী) উপজেলা পরিষদ মাঠে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি ৷ এসময় উপস্থিত ছিলেন, যুবউন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার,মাধ্যমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মো: আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী মো: মনির হোসেন, কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম, তাজুল ইসলামসহ অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, সারাদেশের মতো এই উপজেলায় ও নানা কর্মসুচির মধ্যে দিয়ে তারুন্যের উৎসব চলছে।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই শ্লোগানে তারুন্যের উৎসব ২০২৫ । পাশাপাশি গ্রামবাংলার মানুষের চিত্ত বিনোদন ও নির্মল আনন্দ উপভোগের জন্য বছরের অধিকাংশ সময় আয়োজন করা হত বিভিন্ন আচার অনুষ্ঠানের। এখন আর এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় না। এই পিঠা উৎসবের মাধ্যমে গ্রামবাংলার সেই হারানো ঐতিহ্য আবারও শহরে ফিরে আসবে এমনটিই মনে করেন তিনি।
তরুণ প্রজন্মকে গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে এই উদ্যোগকে স্বাগত জানান দর্শনার্থীরা ৷