× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মেলা

মাদারীপুর প্রতিনিধি।

২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে মাদারীপুর দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে তারুণ্যে মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে মেলা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় এসে মিলিত হয়। তারুণ্য মেলায় সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক স্টল স্থান পেয়েছে। মেলায় বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট, পিঠা উৎসব,জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাইবরণ পিঠা, ডাল ও তালের পিঠা, কৃষি বিভাগ, ক্ষুদে বিজ্ঞানী, জুলাই-আগস্টে বিভিন্ন চিত্রকল্প ও বইয়ের স্টলও রয়েছে।

আর এসব গ্রাম-বাংলার বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মেলায় জেলার ১০টি উপজেলার সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা-প্রতিষ্ঠান অংশ নেয়। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তারুণ্যের মেলায় সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এটি ব্যতিক্রমী উদ্যোগ। এর ব্যাপক সাড়া মিলেছে। প্রতি বছরই এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.