পাবনার ঈশ্বরদীতে সাজ্জাদ হোসেন সাগর(৫২) এক বৃদ্ধের রহুস্যজনক মৃত্যু হয়েছে। আজ (২৮ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে পাকশী যুক্ততলা লাইন পাড়ার নিজ বাসা থেকে নাক দিয়ে রক্ত বের হওয়া মৃতদেটি উদ্ধার হয়।
নিহত সাজ্জাদ হোসেন সাগর নওগাঁর বদলগাছি উপজেলা টয়নারী গ্ৰামের মৃত আব্দুল সামাদের ছেলে। তিনি দীর্ঘ ১৫-২০ বছর যাবত ঈশ্বরদীর পাকশী যুক্ততলা লাইন পাড়া এলাকায় বসবাস করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় বৃদ্ধ সাগরের বাসায় প্রতিবেশি এক ছোট মেয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানের খাবার দিতে গিয়ে তার বাসার বাসা দরজা খোলা দেখতে পায়। ভিতরে ঢুকে বৃদ্ধ সাগরের নাক দিয়ে রক্ত বের হতে হচ্ছে। তার মাথার কাছে জমির দলিল পরে রয়েছে । পায়ের দিকে হাতুড়ি ও দাও এবং বটি পরে আছে। বিষয়টি দেখে ওই শিশু কন্যাটি এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাক দিয়ে রক্ত বের হওয়া মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
নিহতের স্ত্রীর বোনের মেয়ে কাকলি খাতুন জানান, গত ৩ বছর আগে তার খালা মারা যান। তখন থেকেই খালু (সাগর)একাই এই বাসায় থাকতেন ।
কাকলি আরোও জানান, তার খালু বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত এক মাস আগে তাকে তার পছন্দের খাবার খাইয়ে গিয়েছি। আর ওষুধ কিনে দিয়েছি । আজকে খালুর মৃত্যুর খবর শুনে পাবনা থেকে চলে এসেছি।
তাঁর খালু অসুস্থতা জনিত কারনে মারা যেতে পারেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, মৃত্যুর কারন জানতে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট দেখে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।