লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ (৪২)কে সোমবার (২৭ জানুয়ারি) সন্ধায় ফতেহপুর গ্রামের একটি চা দোকান থেকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
আজ (২৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণের সময় পুলিশের গাড়ী থেকে আওয়ামীলীগ নেতা মাসুদ জয় বাংলা শ্লোগান দিলে উৎসুক জনতার তোপের মুখে পড়েন তিনি। এসময় পুলিশের হাতে গ্রেফতারকৃত মাসুদের শাস্তির দাবীতে শ্লোগান দিলে রামগঞ্জ থানার সামনে হট্টগোল দেখা দেয়। মাসুদের বোন ও পরিবারের সদস্যদের সাথে স্থানীয়দের সাথে বাগিবিতন্ডার ঘটনা ঘটে।
রামগঞ্জ থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত এই আওয়ামী লীগ নেতা গত ০৫ আগস্টের আগে ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর অন্তর্র্বতীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুন করার উদ্দেশ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেল ৪টায় ফতেহপুর বাজার থেকে মাসুদকে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমিন জানান, রাকিবুল হাসান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারসহ উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে নোংরা প্রচারনা চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার বলেন, আওয়ামীলীগ নেতা রাকিবুল হাসান মাসুদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলা দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।