চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যা লয়ের ৫৩ তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে ৷
আজ (২৯ জানুয়ারী) দুপুরে নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যা লয় মাঠে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহালমের ব্যবস্থাপনায় সহকারী কমিশনার (ভূমি ) হিলোল্ল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসোবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ৫৩ তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাজে পুরুস্কার বিতরন করেন,উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম,অফিসার ইনচার্জ ওসি মো: রবিউল হক ৷
আরো বক্তব্য রাখেন, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যা লয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহআলম,নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম তাজুল ইসলামসহ আরো আনেকে ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ হান্নান, চরকালিয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দলিল উদ্দিন, সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা অঃ শুক্কুর,সমাজসেবক আঃ রশিদ,এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান,নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যা লয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: মনির হোসেনসহ অন্যান্য সদস্য,অভিবা বকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ ৷