× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজিবি’র অভিযানে চোরাই পথে আনা আনুমানিক ২১৫০ কেজি গরুর মাংস জব্দ

আতিকুর,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি।

২৯ জানুয়ারি ২০২৫, ১৭:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুর জেলার হলদিগ্রাম সীমান্তবর্তী এরিয়া নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া বাজার পূর্ব পাশে অভিযান চালিয়ে আনুমানিক ২১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) 

আজ (২৯ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল নেতৃত্বে ভোর ৫:৩০ মিনিটে ৭ জনের একটি টহল সাথে নিয়ে এই অভিযান চালান। 

ঢাকা মেট্রো-ট ১১-৭০-৬৮ সাদা কালারের ফ্রিজিং গাড়ি দেখতে পেয়ে টহল বিজিবির দল গাড়িটির  কাছে পৌছানোর আগে তাদের উপস্থিত টের পেয়ে ড্রাইভার সহ ৪ থেকে ৫ জন লোক গাড়ি ও মাংস রেখে  তাৎক্ষনিক ভাবে পালিয়ে যান। 

ক্যাম্প কমান্ডার আব্দুল আওয়াল এর নেতৃত্বে গাড়ি ও জব্দকৃত মাংস সহ হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয় তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকয় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানে ব্যবহৃত গাড়ি ও মাংস জব্দ করা হয়। আটককৃত গাড়ি ও মাংস বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.