× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ আটক-১

মাহমুদুর রহমান মনজু , লক্ষ্মীপুর প্রতিনিধি।

২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

লক্ষ্মীপুর পৌরশহরে ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান জিহাদ নামে একজনকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ বলছে, জিহাদ একজন মাদক কারবারি। আটকের সময় তার কাছ থেকে বিশেষ কৌশলে জুতার ভেতরে লুকিয়ে রাখা ৫ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আজ (২৯ জানুয়ারি) বিকেলে জেলা ডিবির পরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোরে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সুলতান মুন্সি বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

আটক জিহাদ ওই এলাকার জসীম উদ্দিনের ছেলে। জেলা ডিবির পরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জিহাদকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা নারীদের হাইহিল জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ৪০০টি ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.