× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

কামরুল হাসান টিটু,রংপুর ব‌্যু‌রো

২৯ জানুয়ারি ২০২৫, ১৯:২২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপু‌রে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের উদ্যোগে সার,বীজ,কীটনাশকের দাম কমানো,কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত, কৃষি কার্ড চালু ও গ্রামীণ রেশনিংসহ বিভিন্ন দাবিতে রংপু‌রের জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।

আজ (২৯ জানুয়ারী) সকালে প্রেসক্লাব চত্বর হতে কৃষক-ক্ষেতমজুরদের বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন ও লাল পতাকার মিছিলসহ নগরীর প্রধান সড়ক গু‌লো পদক্ষিন শে‌ষে কাচারি বাজারে সমাবেশ করে।

সমা‌বে‌শে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি কমরেড আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রা‌খেন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বাংলাদেশ কৃষক সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ কৃষক সমিতি জেলা সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কৃষক ফ্রন্টের জেলা সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন, বাসদ মার্ক্সবাদী রংপুর জেলা আহবায়ক আনোয়ার হোসেন বাবলু।

নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫৪বছরে দেশে ক্ষমতাসীন সকল সরকার নিজেদের কৃষি ও কৃষক বান্ধব দাবি করলেও সকলেই কৃষক-ক্ষেতমজুরদের স্বার্থে কিছুই করেনি।কৃষকদে  প্রতারিত করেছে।কৃষকরা কিনতেও ঠকছে, আবার বেঁচতেও ঠকছে।কৃষক চড়ামূল্যে বীজ,সার ও কীটনাশক কিনে ফসল ফলালেও ভরা মৌসুমে ফসল বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছে না।ফুলকপির দাম না পেয়ে অনেক কৃষক ক্ষেতেই তা মাড়িয়ে দিচ্ছে।

বক্তারা আরও ব‌লেন, কৃষকের এ ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য রাষ্ট্রের কোন উদ্যোগ কখনো পরিলক্ষিত হয়নি, এমনকি এখন অন্তর্বর্তী সরকারের সময়েও না। জিডিপিতে প্রায় ১৪ভাগ অবদান রাখা কৃষি খাতকে গুরুত্ব না দেয়ায় কৃষকদের প্রতি বৈষম্য আরও প্রকট হয়েছে।কৃষিঋণ সহজ শর্তে না থাকায় মাঝারি কৃষক জমি হারিয়ে প্রান্তিক কৃষকে,প্রান্তিক কৃষক ভূমিহীনে পরিনত হয়েছে।ক্ষেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা নেই।দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে তাদের নাভিশ্বাস উঠেছে। নেতৃবৃন্দ উল্লেখিত দাবির বাস্তবায়নে কৃষকদের কৃষিকার্ড, গ্রামীণ শ্রমজীবীদের জন্য রেশনিং, হেলথকার্ড সরবরাহের দাবি জানান,অন্যথায় দেশের কৃষক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.