× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটায় পরিবেশের অভিযান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

২৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রাঙ্গুনিয়ায় দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ (২৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-কাদের। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিচার্জ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন। অভিযানে র্যাব-৭, রাঙ্গুনিয়া থানা পুলিশ ও ফায়ার স্টেশন এবং বন অধিদপ্তরের কর্মীরা সহায়তা করেন। 

পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩(সংশোধন আইন ২০১৯) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় কেবিএম ও সম্রাট নামে দুটি ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.