× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাঙ্গায় নিখোঁজ কিশোরীর ১০ দিনেও মেলেনি সন্ধান, স্থানীয়দের মানববন্ধন

মো. রফিকুল ইসলাম,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।

৩০ জানুয়ারি ২০২৫, ১৬:১০ পিএম । আপডেটঃ ৩০ জানুয়ারি ২০২৫, ১৬:৫১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের উত্তর কাউলীবেড়া থেকে রহস্যময় ভাবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর সন্ধান মেলেনি ১০ দিনেও। আজ (৩০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে নিখোঁজ অনন্যা'র সন্ধান চেয়ে আত্মীয়-স্বজন ও  এলাকাবাসী  উদ্যোগে মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে কান্না জড়িত কণ্ঠে অনন্যার বাবা তারা মিয়া বলেন, গত ২১ জানুয়ারি (মঙ্গলবার) সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। 
অনন্যা আক্তার (১৫) কাউলীবেড়া দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজো খানায় লেখাপড়া করতো। মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ হয় অনন্যা। নিখোঁজের দশদিন পার হয়ে গেলো কিন্তু আমার মেয়েকে এখনো ফিরে পাইনি। আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমি আমার মেয়ে ফিরে পেতে চাই। অনন্যার মা জাহানারা বেগম জানায়, আমি আমার মায়ের মুখটা দেখতে চাই।

মানববন্ধনে কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, শিল্পী জাফর ইকবাল আকাশসহ স্থানীয়রা তাদের বক্তব্যে জানান, অনন্যা হারিয়ে গেছে আজ ১০ দিন পার হলো। এর মধ্যে তার কোন খোঁজ না পাওয়ায় এলাকাবাসী বড়ই উদ্বিগ্ন। স্থানীয়রা বক্তব্যে বলেন, পরিবারটি বড়ই অসহায়, তারা দিন আনে দিন খায়। মেয়েটি সহজ সরল স্বভাবের কিন্তু তার পরিনতি কি হবে তা নিয়েও নানান শঙ্কা প্রকাশ করেন তারা। পুলিশ এখন পর্যন্ত অনন্যার কোন সন্ধান দিতে পারে নি। তাই পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, অনন্যার স্বজন ও মাদ্রাসার সহপাঠীরা। 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, অনন্যা নামের এক কিশোরীর নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তবে, সম্প্রতি একটি ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেই ভিডিওতে যে মেয়েটিকে দেখা যায় সেই মেয়েটি অনন্যা বলে ধারণা করেন তার পরিবার। কিন্তু তথ্য প্রযুক্তির সাহায্যে জানা গেছে ভাইরাল হওয়া ওই ভিডিওর মেয়েটি অনন্যা নয়। তার লোকেশন ইন্ডিয়ার কোন এক প্রদেশে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.