ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ,রংপুর মহানগরের উদ্যোগে ব্যাটারিচালিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযান ২০২৪ নীতিমালা চূড়ান্ত ও দ্রুত গেজেট প্রকাশ,বি আর টি এ কর্তৃক ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক নিবন্ধন, লাইসেন্স প্রদান,হয়রানি,অবৈধ রেকারিং ও ডাম্পিং বন্ধ,মহাসড়কে পৃথক লেন, কারিগরি ত্রুটি দূর এবং আধুনিকায়নসহ ৬ দফা দাবিতে আজ (৩০ জানুয়ারী) দুপুরে বি আর টি এ'র সহকারী পরিচালকের মাধ্যমে বি আর টি এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে স্থানীয় কাচারি বাজারে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মিলন। এসময় বক্তব্য রাখেন, সদস্য শাহীনুর রহমান, আনিসুর রহমান, উপদেষ্টা বাসদ নেতা কমরেড আব্দুল কুদ্দুস, আব্দুল হামিদ বাবু প্রমুখ।
বক্তারা বলেন,সারাদেশের ন্যায় রংপুর অঞ্চলে ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইকের মাধ্যমে জনগনের এক বিরাট অংশ তাদের পরিবহনের চাহিদা পূরণ করছে এবং এর মাধ্যমে পরিবারের জীবীকা নির্বাহ করছে। অথচ দূর্ঘটনার অভিযোগ তুলে বারবার এই যানবাহনসমূকে বন্ধ করার পায়তার করেছে।সর্বশেষ সারাদেশে দূর্বার আন্দোলনের চাপে হাইকোর্ট ব্যাটারি চালিত যান ২০২৪ নীতিমালা প্রণয়নের তাগিদ দিলেও এখনো গেজেট প্রকাশ করা হয়নি।
নেতৃবৃন্দ অবিলম্বে ৬দফা বাস্তবায়নের দাবি জানান,অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে ।