খাগড়াছড়ির দীঘিনালায় ২১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (৩০জানুয়ারী) দুপুরে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী এলাকায অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পুলিশের কাছে আটক হওয়া মোঃ হারুন (৪০) উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম কাঠালতলী এলাকার বাসিন্দা।
পুলিশ জানা যায়, বৃহস্পতিবার বার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যক্ত বাসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।