× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ৩০২ কেজি পলিথিন জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা

আতিকুর রহমান আতিক , গাইবান্ধা প্রতিনিধি।

৩১ জানুয়ারি ২০২৫, ১৫:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে চালিয়ে দুটি দোকানে ২০  হাজার টাকা জরিমানা এবং  ৩০২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযানে  ৩০ জানুয়ারী দুপুরে  গাইবান্ধা সদর উপজেলার নিউ ব্রীজ রোড এলাকায়  নিষিদ্ধ পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে মেসার্স রহমত বরকত ভ্যারাইটিজ স্টোর ও মেসার্স সাইদার স্টোর নামক দুটি দোকান থেকে  নিষিদ্ধ ৩০২ কেজি পলিথিন জব্দসহ ২০ হাজার  টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জসিম উদ্দিন চৌধুরী, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম,  পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম, পরিবেশ কর্মী মারুফ হাসানসহ অন্যরা ।
গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম সাংবাদিকদের জানান,  এই নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রীর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.