× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদ্যালয়ের মাঠ দখল করে দোকান নির্মানের চেষ্টা- চাঁদা না দেওয়ায় সীমানা প্রাচীরের কাজ বন্ধ

ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি ।

৩১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

পাবনার ঈশ্বরদীতে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত শেখ মেহের উল্লাহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠ দখল করে দোকানপাট নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। আর বিদ্যালয়ের সীমানা প্রাচীরের নির্মাণকালে স্থানীয় প্রভাবশালীদের চাঁদা না দিতে পারায় কাজ বন্ধ রাখতে হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। বৃহস্পতিবার সরজমিনে বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে এসব চিত্র চোখে পড়ে। 


জানা গেছে গত বছর বিদ্যালয়টির সীমানা প্রাচীর ও মুল ফটকের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজ। অর্ধেক কাজ হওয়ার পর স্থানীয় কিছু প্রভাবশালী নেতা চাঁদা দাবী করায় কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, গত বছর আগস্টে সরকার পরিবর্তনের পর সাহাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা সাজদুল মেম্বারের কর্মীরা ঠিকাদারি ওই প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সেসময় শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি বিদ্যালয়টির সামনের মাঠ দখল করে অস্থায়ী দোকান ঘর নির্মাণ করে ভাড়া তোলার চেষ্টা করেছিলো প্রভাবশালী ওই নেতাকর্মীরা। তবে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে তা বন্ধ হয়ে গেছে। 

স্থানীয় আরেকটি সূত্র জানায়, উঠতি বয়সী কিছু যুবক সন্ধ্যার পর বিদ্যালয় মাঠে বহিরাগতদের নিয়ে মাদকসেবন ও অনৈতিক কাজে লিপ্ত হয়। কয়েকদিন আগে পাশের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দরজার সামনে জন্মনিরোধক (ব্যবহৃত কনডম) ফেলে রাখে মাদকসেবিরা। এ নিয়ে কয়েকবার বিদ্যালয়টির নৈশ প্রহরীর সঙ্গে বাগবিতণ্ডার ঘটনাও ঘটেছে। তবে অভিযুক্তরা স্থানীয় ইউপি সদস্য এবং তার ছেলে উপজেলা যুবদলের সদস্য সজীব হোসেনের কর্মী হওয়ায় তাদের বিরুদ্ধে মুখ খুলতে রাজি হয় না কেউ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউপি সদস্য সাজদুল মেম্বার বলেন, ঠিকাদার সৈকত আমার খুব কাছের মানুষ, ছাত্রদল নেতা নয়নের ছোট ভাই। আমার কোন কর্মী চাঁদা চাইলে সে নিশ্চয়ই আমাকে এ বিষয়ে অবগত করতো। আর মাঠ দখল করে দোকান ঘর নির্মাণের বিষয়টি আমার জানা নেই। 

যুবদল নেতা সজিব হোসেন জানান, কারা এধরনের অসামাজিক কাজে লিপ্ত তা আমার জানা নেই। তবে যারাই এগুলো করুক তারা আমার কিংবা আমার বাবার কর্মী না। তবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলী শাহানের বিরুদ্ধে অভিযোগ করে সজীব বলেন প্রধান শিক্ষক এবং সভাপতির যোগসাজসে তার স্ত্রী ও আপন ভাই কে বিদ্যালয়ের কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে প্রধান শিক্ষক ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী শাহান জানান, প্রধান শিক্ষক হিসেবে যোগদানের আগেই তার ছোট ভাই ওই বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে নিয়োগ পেয়েছিল। সে যোগদানের পর শুধুমাত্র তার স্ত্রীকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ দিয়েছে তৎকালীন নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির তৎকালীন সভাপতি।

এদিকে সীমানা প্রাচীন নির্মাণের ঠিকাদার সৈকত হোসেন কে বার বার মুঠোফোনে কল করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। তবে এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী এনামুল কবির জানান, চাঁদা না দেওয়াই বিদ্যালয়টির সীমানা প্রাচীন নির্মাণ কাজ বন্ধ রয়েছে এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান আমাকে অবগত করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে। 

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলী শাহান সমস্যাগুলো নিয়ে আমাকে মৌখিকভাবে অবগত করেছেন। খুব দ্রুতই এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে বিদ্যালয়ের মাঠের সাথে সড়ক ও জনপথে জায়গা, দখলের বিষয়টি তারা ভালো পদক্ষেপ নিতে পারবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.