কিশোরগঞ্জের ভৈরবে আপন ভাই বোনসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে ভৈরব র্যাব ক্যাম্প সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো পঞ্চবটি এলাকার বউবাজার এবং পুকুরপাড় এলাকার মৃত মোস্তফা মিয়ার মেয়ে শীষ মাদক কারবারী ফাতেমা বেগম ও ছোট মুরশিদ মিয়া। অভিযানে একই এলাকার মৃত রাশিদুল্লার ছেলে মান্নান মিয়া (৫২) কেও গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিজ হেফাজতে রাখা ২৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সোয়া দশটার সময় ছোট পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে র্যাব সুত্র জানায়। অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জুয়েল চাকমা লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সকাল সোয়া দশটার সময় ছোট পুকুরপাড় এলাকা থেকে ফাতেমা ও তার ভাই মুরশিদ মিয়াসহ মান্নান মিয়া নামে ৩ জনকে আটক করা হয়।
পরে র্যাবের তল্লাশিতে আটককৃত ৩ জনের নিজ হেফাজতে থাকা ২৫৭ পিস ইয়াবা ট্যালেট উদ্ধারসহ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭৭,১০০/-(সাতাত্তর হাজার একশত) টাকা। এ ঘটনায় আটককৃত ৩ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ফাতেমার ভাই বোনদের মাঝে ৫ জনই ছিল মাদক কারবারী। তাদের মধ্যে র্শীর্ষ মাদক কারবারী ফাতেমা। তারা প্রায় ২০ বছর ধরে মাদকের সাথে জড়িত। মাদক সংক্রান্তে তার ভাই স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে জেলে আছে। ছোট বোন চায়না বেগমের নামে ভৈরব সহ বিভিন্ন থানায় রয়েছে বেশ কয়েকটি মাদকের মামলা।
ফাতেমার ২ ছেলে ইতালী অপরজন মাল্টায় আটক। টাকার নেশায় সে মাদক ব্যবসা ছাড়তে পারেনা।