× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদকের বিরুদ্ধে খেলাধূলাকে হাতিয়ার করতে হবে : ইমরান এমি

চট্টগ্রাম ব্যুরো

৩১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও আনোয়ারা তরুণ ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ইমরান এমি বলেছেন, বর্তমান সময়ে মোবাইল আসক্তি আর মাদকাসক্তি দুইটিই বেড়েছে। তরুণ প্রজন্ম খেলাধূলা থেকে মুখ ফিরিয়ে এখন অনলাইন আর মাদকের প্রতি ঝুকঁছে। ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হবে।

নতুন বাংলাদেশে নতুন করে আমাদের সবাইকে শপথ নিতে হবে মাদকের বিরুদ্ধে। তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে খেলাধূলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। খেলাধূলার মাধ্যমে মাদক ও অনলাইন আসক্তি থেকে তরুণ প্রজন্মকে বের করে আনতে হবে। গ্রামীণ ঐতিহ্যবাহী যে সব খেলা হারিয়ে যাচ্ছে, তা ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে। 

বুধবার রাতে আনোয়ারা উপজেলার পারকি সততা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পারকি প্রিমিয়ারলীগ দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

নাজিম উদ্দীনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ সুমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর শাহেদ খাঁন রিপন, স্বাধীন চেতনা প্রজন্ম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান হৃদয়, সাবেক ছাত্রনেতা মঈন উদ্দীন চৌধুরী, পারকি বীচ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কাশেম, ছাত্রনেতা এমদাদুল হক চৌধুরী, নুর কাশেম খান, আনোয়ারা উপজেলা চালক দলের সাধারণ সম্পাদক মো. এমদাদ প্রমুখ।  

উদ্বোধনী খেলায় হুন্দ্বীপ পাড়া ফুটবল একাদশ বনাব পারকী ইয়াং বয়েজ ক্লাব অনুষ্ঠিত হয়। খেলায় গোল শূন্য ড্র হয় এবং ট্রাইবেকারে হুন্দ্বীপ পাড়া ফুটবল একাদশ ২-০ গোলে পরাজিত করে পারকী ইয়াং বয়েজ ক্লাবকে। খেলায় রেফারি হিসেবে ছিলেন নাজিম উদ্দীন ও তার সহকারী রেফারি ছিলেন সাগর ও নুরহাজ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.