× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

৩১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ দুটি ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (৩১ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে রংপুর মহানগরীর সাতমাথা চায়না সিনেমা হল সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে পাভেল এক্সপ্রেস ও একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, কুড়িগ্রামগামী যাত্রীবাহী পাভেল এক্সপ্রেস এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মাহিন্দ্রার যাত্রী নিহত হন। আরও দু’জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তাদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে সকাল পৌনে আটটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ের ফ্লাইওভারের দক্ষিণে একটি যাত্রীবাহী বাসকে আরেকটি বাসকে ওভারটেক করার সময় পিছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫-৬ জন।

নিহতের নাম আসলাম খান (৪৫), তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জের সামাদ খানের ছেলে। সাতক্ষীরা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন বলে জানান বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.