বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ভালুকায় কৃষকদলের কৃষক সমাবেশ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত উপজেলার ভায়াবহ মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারুর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ রিয়াজ, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ ও যুগ্ম আহ্বায়ক মোঃ গুলজার হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রোবেল,উপজেলা কৃষকদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, পৌর কৃষকদলের সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুল,উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আমিমুল হক খান, সেলিম খান রোবেল, মনির খান, ফারুক আহমেদ, মনিরুজ্জামান খান, শাহ নেওয়াজ মল্লিক,শেখ জামান, কামরুজ্জামান চাঁন মিয়া, নজরুল ইসলাম মন্ডল,শাহজালাল কাশেম খান প্রমুখ।
সমাবেশের শুরুতে সংখ্যাগরিষ্ঠ কৃষকদের উদ্দেশ্য দেশনায়ক তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির বুলবুল ।
এসময় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কৃষকদের সমস্যা, প্রতিকার ও সম্ভাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।