× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই বন্ধু

এম এ কালাম ময়মনসিংহ ব্যুরো

৩১ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছে। আজ(৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদরের জামতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল হোসেনের ছেলে আবির হোসেন (১৯) ও পুরোহিতপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান (২০)। তারা দুইজন বন্ধু ছিলেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, সকালে দুই বন্ধু বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি দ্রুত গতিতে চলছিল। বেলা ১১টার দিকে জিগাতলা এলাকা পর্যন্ত আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় দুইজনই গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.