শেষ হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭ দিনব্যাপী 'ব্যাসিক মার্শাল আর্ট অ্যান্ড সেল্ফ ডিফেন্স ট্রেনিং' শীর্ষক নির্ভয়া ওয়ার্কশপ। গত ২৫ জানুয়ারী সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে শুরু হওয়া এই ওয়ার্কশপ আজ (৩১ জানুয়ারী) সকালে সার্টিফিকেট প্রদানের মধ্যে দিয়ে এই আয়োজনের সমাপ্তি হয়৷
ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের ব্যবস্থাপনায় এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগিতায় উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট সাইন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস তানজিনা। এতে বিশ্ববিদ্যালয়েরর প্রায় ১০০+ নারী শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জান্নাতুল ফেরদৌস তানজিনা বলেন, ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিলো বিশ্ববিদ্যালয়ের নারীদের মার্শাল আর্টের সাধারণ শিক্ষা প্রদানের মাধ্যমে নিজেকে আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি আত্মবিশ্বাসী করে তোলা। রাস্তাঘাটে মেয়েদের প্রায়শই উত্ত্যক্তের শিকার হতে হয়। প্রায় সব মেয়েকেই কমবেশি এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় যার ফলে নারীরা নিজেদের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারিনা। আমাদের এই আয়োজনের মাধ্যমে নারীরা নিজেদের প্রতিরক্ষার পাশাপাশি আত্মবিশ্বাসী হিসেবে গড়ে উঠবে।