নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী শ্যামপুর আদিবাসী পাড়ার মোট ২৭টি পরিবারকে ক্ষমতার দাপট দেখিয়ে কাটাতারের বেড়া দিয়ে ৫দিন যাবৎ বন্দী করে রেখেছে ভুমিদস্যু ও দখলবাজ নামে চিহৃত সিদ্দিক চৌধুরী গং। চৌধুরী পরিবার ঐ এলাকার প্রভাবশালী পরিবার।
আদিবাসীরা ও গ্রামবাসীরা জানায়, বিগত প্রায় ৫০/৬০ বছর ধরে এই আদিবাসী জনগোষ্ঠী সেখানে বসবাস করে আসছে। সে সময় জায়গাটি নিচু ছিল, আদিবাসীরা সেই নিচু জায়গাটি ভরাট করে বসতবাড়ি তৈরি করে বসবাস করছে।
গত ২০২০ সালে সেই জায়গাটি কু-নজর পড়ে চৌধুরী বংশের। আগেও তারা একাধিকবার দখলের অপচেষ্টা চালিয়েছে। জায়গাটি জোড়পূর্বক দখলের জন্য আদিবাসীদের মারপিট করে, সেখান থেকে উৎখাত করার চেষ্টাও করেছে অভিযুক্তরা। স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর নিকট আদিবাসিরা লিখিত দরখাস্ত দিলে, চেয়ারম্যান চৌধুরী গংদের নোটিশ করে এবং তাদের বৈধ কাগজপত্র দেখতে চাইলে কোন কাগজপত্র দেখাতে না পারায় চৌধুরী পরিবারকে সেখানে যেতে নিষেধ করেন চেয়ারম্যান। আদিবাসিদের একটি লিখিত প্রত্যয়নপত্রও দেন চেয়াম্যান।
গত ২৫ জানুয়ারি শনিবার ভূমিদস্যুরা দেশীয় অস্ত্র নিয়ে আদিবাসীদের ভয়ভীতি দেখিয়ে, পুরো পাড়ায় তাদের বসতবাড়ী ঘেঁষে কাঁটাতারের বেড়া দিয়ে ঘরবন্দি করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। জায়গা ছেড়ে চলে না গেলে হত্যার মতো ঘটনাও ঘটতে পারে বলেও ভয় দেখানো হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। তাদের ভয়ে থানায় গিয়ে অভিযোগ করার মতো পরিস্থিও নেই বলে জানান আদিবাসিরা। এঅবস্থায় আদিবাসীরা ভয়ভীতিকে সঙ্গে নিয়ে মানবেদর দিন কাটাচ্ছে। আদিবাসীরা এই বন্দী অবস্থা থেকে রক্ষা পেতে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান।