ঐতিহ্যবাহী বগুড়া শিশু নাট্য দলের রজত জয়ন্তীতে শিশুদের জন্য বিশেষ অবদান রাখায় গুণীজন সম্মান পেলেন উত্তরবঙ্গের নৃত্য শিল্পের জনক খ্যাত নৃত্য শিল্পী গোষ্ঠী নিক্বণ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রখ্যাত নৃত্য গুরু হাসিব পান্না।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়ার জেলা পরিষদ মঞ্চে হাসিব পান্না বগুড়া শিশু নাট্য দলের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক করতোয়া সম্পাদক
মোজাম্মেল হক'র হাত থেকে এ সম্মাননা পদক গ্রহণ করেন।
সম্মাননা গ্রহনের অভিব্যক্তিতে আয়োজকদের কৃতজ্ঞতা জানিয়ে হাসিব পান্না বলেন, আমি আবেগ আপ্লুত। আমি ১৯৯১ সাল থেকে '৯৬ পর্যন্ত কর্মসূত্রে বগুড়ায় ছিলাম। সেসময় পেশাগত কাজের বাইরে পুরো সময়টাই বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনকে বিশেষ করে শিশুদের বিকশিত করতে কাজ করেছি। এখনও তাঁরা আমাকে স্মরণে রেখেছেন এবং আজ সম্মানিত করলেন। এটি আমার জীবনের একটি বড় পাওয়া। আমি বগুড়ার শিশুদের সমৃদ্ধি কামনা করি, সেই সাথে তাদের পেছনে থাকা গুণী সংগঠকদের সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করছি "।
এ অনুষ্ঠানে তিনজন বরেণ্য গুণী ব্যক্তি এবং তিনটি প্রথিতযশা সংগঠনকে এই সম্মাননা দেয়া হয়। গুণী ব্যক্তিদের অন্য দু'জন হলেন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক রঞ্জু এবং বিশিষ্ট সমাজসেবক রেজাউল বারী ঈশা। সম্মাননা পাওয়া সংগঠন তিনটি হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদ, শিশু-কিশোর সাংস্কৃতিক একাডেমি "প্রকাশ শৈলী", বগুড়া এবং শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন উচ্চারণ একাডেমি, বগুড়া।
উল্লেখ্য, বগুড়া শিশু নাট্য দলের রজতজয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী শিশু উৎসবের উদ্বোধন করেন বগুড়া ইয়ুথ কয়্যার এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌফিকুল আলম টিপু। উদ্বোধনী আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে উৎসব স্থলে ফিরে আসে ৷
এরপর বগুড়া শিশু নাট্যদলের উপদেষ্টা রেজাউল বারী ঈসার সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (প্রশিক্ষণ ও আইসিটি) আরাফাত
হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ইনামুল হক রঞ্জু, লায়ন আতিকুর রহমান মিঠু। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উচ্চারণ একাডেমি, প্রকাশ শৈলী, নিয়োটিভ কালচারাল একাডেমি, স্টিল থিয়েটার, সপ্তশ্বর, ভোর হলো, জি এম সাংস্কৃতিক একাডেমি, কুঁড়ি ও বগুড়া শিশু নাট্যদল। সমাপনি অনুষ্ঠানে উৎসব আহবায়ক সাকলায়েন বিটুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক।
বিশেষ অতিথিছিলেন ড. এলহাম হোসেন, মনিরুল ইসলাম মিলন ও সুরজিৎ কুমার সাহা। সন্ধ্যায় রজতজয়ন্তী উপলক্ষ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া শিশু নাট্য দলের সভাপতি আব্দুল খালেক। সার্বিক সহযোগিতা করেন সাধারণ সম্পাদক শামরিন নাহার বাবলী সহ অন্যরা।