সমন্বয়ক পরিচয়ে থানায় এসে আটক হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল কবীর শিশির। ছাত্র-জনতা ও ছাত্রদল, যুবদলের হাতে আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। পরে পুলিশে সোপর্দ করা হয়েছে তাঁকে।
গতকাল রাতে রামগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। আটক শিশির পৌরসভার মধ্য আঙ্গারপাড়া পাটোয়ারী বাড়ির মোঃ নয়ন মাস্টার এর ছেলে। শিশির রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির সাবেক সহ সভাপতি ছিলেন।
জানা যায়, শিশির কলেজ ছাত্রলীগের কমিটিতে থাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক আঙ্গারপাড়া ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান শুভ’র সাথে গভীর সখ্যতা ছিল। গত ৫আগস্ট থেকে ছাত্র জনতার সাথেও তার সখ্যতা গড়ে ওঠে। এরপর গত কিছুদিন পূর্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ গ্রেফতারের পর আদালতে নেওয়ার পথে শিশির আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফাঁসি চাই বলে স্লোগান দেন।
যুবদলের এক নেতা জানান, ছাত্র-জনতার সাথে সখ্যতা রেখে আওয়ামী ফ্যাসিজমের অন্যায় অনিয়ম জায়েজ করতে ব্যস্ত। আমরা চাই আওয়ামী ফ্যাসিবাদের কোন দোসর যেন অনুপ্রবেশ করতে না পারে। আমরা তাদের বিচার দাবি করছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রামগঞ্জ উপজেলার অন্যতম সংগঠক ইসমাইল রাফি জানান, কোন ব্যক্তির অনিয়ম দুর্নীতির দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে না। তবে গত পাঁচ তারিখের আগ থেকে শিশির সামাজিক মাধ্যমে ছাত্র জনতার পক্ষে অবস্থানসহ আমাদের সাথে সখ্যতা ছিল।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল কবির শিশির নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আমরা তাকে গ্রেফতার দেখিয়ে আজ লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করি।