× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংস্কারের পাশাপাশি দ্রব্যমূল্যের প্রতিও নজর দিতে হবে-শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

ইমাম হোসেন খাঁন : দাগনভূঞা (ফেনী )প্রতিনিধি।

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় সমাজতান্ত্রিক দল  জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, সংবিধান সংস্কার কমিশন সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের যে প্রস্তাব দিয়েছেন সেটি বাস্তবায়িত হলে উচ্চ কক্ষেও ক্ষমতাসীনদের প্রভাব থাকবে, যা সংসদে ভারসাম্য নিশ্চিত করবে না।

আজ শনিবার সকালে  দাগনভূঞা বাজরের ডাকবাংলো রোডে জাসদের কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন ৮০'র দশক থেকে জেএসডি দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে আসছে। দীর্ঘদিন পর হলেও চলমান সংস্কার প্রস্তাবে সেটি উত্থাপিত হওয়ায় কমিশনকে সাধুবাদ জানাই। কিন্তু অদলীয় শ্রম কর্ম ও পেশার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে সংখ্যানুপাতিক হারে হলে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ বা ক্ষমতাসীনরাই উচ্চকক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করবে। যা সংসদে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে ব্যর্থ হবে। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের সুফল জনগণ পাবে না।

তিনি আরও বলেন, চালের দাম প্রতি কেজিতে আট থেকে দশ টাকা বেড়েছে। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি। এসবের কারণে অভূত্থানের সরকারের উপর মানুষের আস্থার সংকট তৈরি হচ্ছে। সংস্কারের পাশাপাশি এসবের প্রতিও নজর দিতে বলেন স্বপন।

ফেনীর  দাগনভূঞা উপজেলা জাসদের সভাপতি তাজ উদ্দিন আজাদের সভাপতিত্বে  উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায়বক্তব্য রাখেন, ফেনী জেলা জেএসডি'র সভাপতি বাবু হীরা লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্চু, আলাউদ্দিন, ইয়াছিন বাহার, আনোয়ার হোসেন, দাগনভুইয়া পৌরসভা জেএসডি'র সভাপতি এ কে এম জুয়েল, সাধারণ সম্পাদক, সাহাদাত হোসেন সবুজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.