× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সালথায় কুমার নদে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব

সালথা (ফরিদপুর) প্রতিনিধি।

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ফরিদপুরের সালথায় কুমার নদীর একাধিক স্থান থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব চলছে।  এতে দুই পাড়ে থাকা পাকা সড়ক চরম হুমকির মুখে পড়েছে। ফলে পাড় ভেঙ্গে যাওয়াসহ ফাটল ধরার আশঙ্কা করছে স্থানীয়রা। 

আজ (১ ফেব্রুয়ারী) দুপুরের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজার সংলগ্ন বড়দিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুমার নদীতে অবৈধ ড্রেজার দিয়ে নুরআলম নামক এক ব্যক্তি অবৈধ ভাবে বালু উত্তোলন করছে।  শুধু তাই নয় বালু বহনের পাইপ নেওয়া হয়েছে পাকা সড়কের উপর দিয়ে। ফলে যেকোনো সময় দূর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। আবার পানি নামানোর নামে রাস্তার খুঁড়ে গর্তও করতে দেখা গেছে এই অবৈধ বালু ব্যবসায়িদের। 

কুমার নদের দুই পাড়ের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, গত সৃজনে উক্ত নদীটি খনন করেছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও কোটি কোটি টাকার খরচ করে নদের দুই পাড়ে থাকা পাকা সড়ক সংস্কার করেন কর্তৃপক্ষ। অবৈধ ভাবে বালু উত্তোলন করায় সেই সড়ক দুটি এখন ঝুঁকিতে পড়েছে। 

প্রসঙ্গত: এ বিষয়ে ইতিপূর্বে একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।  

সালথা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কর্মকর্তা মাছুম বিল্লাহ বলেন, আমার সংশ্লিষ্ট  ইউনিয়ন ভূমি সহকারীকে উক্তস্থানে প্রেরণ করেছি। আগামীকাল অভিযান পরিচালনা করা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.