ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে ৬ দিন ব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব চলছে। ৩০ জানুয়ারী থেকে শুরু হওয়া মেলা চলবে ৪ ফেবু্রুয়ারি পর্যন্ত।
মেলার উদ্ভোধন করেন মফিদুল।ইসলাম। মেলায় ৫৫ টি স্টল রয়েছে। প্রতিদিন বৈশাখী মঞ্চে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। লোক কুটির স্বত্বাধিকারী মেঃ লোকমান হোসেন জানান, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২০০ বছরের ঐতিহ্যবাহী লাল চিনি, লালমাটির দেশখ্যাত হলুদ, আখের রস, সরিষা তেলসহ বিভিন্ন পন্য বিক্রি করছেন। জাতীয় ভাবে তিনবার পুরস্কার পেয়েছেন তিনি। মেলায় বেচাকেনা ভালই চলছে। তবে বিকালের দিকে মেলা ভাল জমে উঠে।
অঙ্গশ্রীর স্বত্বাধিকারী মারফুয়া জাহান মোনালিসা জানান, মেলার সার্বিক পরিবেশ খুব সুন্দর। সুন্দর পরিবেশ থাকার কারনে মেলায় প্রতিদিন ভীড় বাড়ছে।
অপর নারী উদ্যোক্তা জয়িতা, আমাদের আঙিনা গ্রুপের এডমিন শরীফা সুলতানা জানান, মেলার সাথে বাড়তি আনন্দ হিসাবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকায় মেলাটা বেশ জমে উঠেছে। সময়টা আরও একটু বাড়ানো হলে আমাদের জন্য ভাল হত।