× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতীবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃ শাহীন আলম (হাতীবান্ধা লালমনিরহাট) প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২ পিএম । আপডেটঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

লালমনিহাটের হাতীবান্ধায় পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  সোহেল রানা নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারি চালক পালিয়ে গেছে।

আজ (১ জানুয়ারি) বিকেলে উপজেলার সূচনা চত্ব্বর এলাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। 
সোহেল রানা লালমনির সদর উপজেলার কলেজ বাজার এলাকার শমসের আলীর পুত্র  । এছাড়া সে হাতীবান্ধা পোলার আইসক্রিমের মার্কেটিং কাজে নিয়োজিত ছিলেন।

জানা গেছে, সোহেল রানা মোটরসাইকেল করে হাতীবান্ধা থেকে বড়খাতা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সূচনা চত্ব্বর এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করেন স্থানীয়রা। তবে চালক ও সহকারী চালক ছটকে পড়েন। 

এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ হরিস চন্দ্র বর্মন বলেন, লাশটি উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও সহকারী চালক পালিয়ে গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.