× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুলাউড়ায় সৈনিক শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোদন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি।

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের কুলাউড়ায় সৈনিক শহীদ স্মৃতি নকআউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট'র উদ্ভোধন হয়েছে। শনিবার(১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ব্রাহ্মণ বাজার ইউনিয়নের সাতরা ক্রিকেট গ্রাউন্ডে এই টুর্নামেন্টের উদ্ভোধন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। 

সৈনিক শহীদ মিয়ার সহধর্মিণী ও জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী বেগমের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিওর ওয়ারেন্ট অফিসার(অসিইউ) আতিকুর রহমান ও তার নেতৃত্বে একটি টিম। 

মোজাম্মিল হক অপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ একেএম শাহজালাল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বকস, মহতোছিন আলী ঊচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রধান শিক্ষক ফয়জুর রহীম সুরুক, সারওয়ার আলম বেলাল, আশরাফুল ইসলাম আবুল, সাংবাদিক জসীম চোধুরী প্রমূখ। 

উদ্ভোধনী খেলায় মুখোমুখি হয় সুরমা স্পোর্টিং ক্লাব ও মতিগঞ্জ ওয়ারিয়র্স। 

প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বলেন, সেনাবাহিনীর দেশপ্রেম অতুলনীয়। যখনই দেশে কোনো দূর্যোগ এসেছে, জাতির ক্রান্তিলগ্নে সেনাবাহিনী এগিয়ে এসেছে। আইভোরিকোস্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রচুর সুনাম অর্জন করেছে। অইখানের অনেক মানুষ আছে যারা বাংলা ভাষাকে তাদের একটি ভাষা হিসেবে বেছে নিয়েছে। এটার পুরো অবদান বাংলাদেশ সেনাবাহিনীর। আমি সৈনিক শহীদের আত্মার মাগফিরাত কামনা করি।  

তিনি আরো বলেন, আমি টুর্ণামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানাই। বর্তমানে যুব সমাজ নানা ধরণের মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এইরকম খেলাধুলার আয়োজন যুব সমাজকে ওই সকল খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে সক্ষম।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.